close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বেনাপোলে চোরাচালান রুখে দিল বিজিবি: ৩০ হাজার মার্কিন ডলার ও ৪০ লাখ টাকার পণ্য জব্দ!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে এক চমকপ্রদ সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে শাহজাদপুর সীমান্তে পরিচালিত অভিযানে ৩০ হাজার
বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে এক চমকপ্রদ সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে শাহজাদপুর সীমান্তে পরিচালিত অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার এবং ৪০ লাখ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী রবিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। চোরাকারবারীদের সাহসী অভিযান বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত গামছায় মোড়ানো একটি প্যাকেট ফেলে নদীতে ঝাঁপ দেয়। পরে সাতাঁর কেটে তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার মার্কিন ডলার। আরও পণ্য জব্দ এছাড়াও বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ভারতীয় মদ, বিভিন্ন ধরনের ওষুধ, পান মসলা, সিগারেট এবং কসমেটিকস পণ্য। বিজিবির হিসাব অনুযায়ী, এসব জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা। নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বিজিবি চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলে জানিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জনসাধারণের প্রতি আহ্বান বিজিবি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা বিজিবিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন তৎপরতা স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রশংসিত হচ্ছে।
Aucun commentaire trouvé