close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত..
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
 
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৩ ডিসেম্বর '২৫) বাদ জোহর সাতক্ষীরা সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, উপধ্যাক্ষ মোঃ আল মুস্তানছির বিল্যাহ, কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা অর্ঘ্য, পৌর ছাত্র দলের আহবায়ক আয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক ইমদাদুল হক, শেখ রাসেল হোসেন, কলেজ শাখার সাবেক আহবায়ক রিপন আহমে, ছাত্র দলের সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইরফান ফাত্তাহ, প্রচার সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম সহ প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জননেত্রী বেগম খালেদা জিয়া জাতির এক মূল্যবান সম্পদ। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং দেশবাসীকে দোয়া করার আহ্বান জানাই।”
 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সফিউল্লাহ । মোনাজাতে দেশনেত্রীর রোগমুক্তি, দেশের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
 
ছাত্রদলের নেতারা আরও বলেন, “বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ছাত্রদলের পক্ষ থেকে অব্যাহতভাবে তাঁর সুস্থতার জন্য দোয়া করে যাচ্ছি।”
 
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীর মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
Aucun commentaire trouvé


News Card Generator