close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া চাইলেন সাতক্ষীরা -২ আসনের ধানের শীষ প্রার্থী রউফ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশ বাসর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

তিন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশ বাসর নিকট দোয়া চেয়েছেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।

এ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর '২৫) বাদ জোহর আলিপুর আব্দুস সাত্তার কমপ্লেক্সে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ  রেজাউল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। 

প্রধান অতিথির বক্তব্য আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি শুধু বিএনপিরই নন, দেশের সম্পদ, একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তার দ্রুত আরোগ্য লাভ আমাদের সবার প্রত্যাশা।” 

তিনি আরও বলেন, “দেশব্যাপী নেতাকর্মীসহ সাধারণ মানুষও তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ।” 

এসময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ বিভিন স্তরের নেতাকর্মীরা। 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

Walang nakitang komento


News Card Generator