আয়কর ফাঁকির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের। ঢাকার বিশেষ জর্জ আদালত ৬ আজ মঙ্গলবার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুহিন চৌধুরীর আইনজীবী সৈয়দ জয়লুন আবেদিন মেজবা ও শেখ শাকিল আহম্মেদ। জনাব তুহিন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য। তিনি বেগম খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম এর ছেলে। আইনজীবীর তথ্য অনুযায়ী ৮১ লাখ টাকা আয়কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আদালত তাকে ৮ বছরের সাজা ও ৯২ লাখ টাকা জরিমানা করেন। দীর্ঘ দিন বিদেশে থাকার পর গত ২২ এপ্রিল তিনি দেশে আসেন। জনাব তুহিন আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ বিষয়ে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বলেন তুহিন ভাই বৈষম্যের শিকার মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। আইনী লড়াই শেষে তিনি বীরের বেশে ফিরবেন।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
No comments found