close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বদলগাছীর ইউএনওর মানহানিকর বক্তব্যের প্রতিবাদে ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’ গঠন..

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
****

নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি কর্তৃক সাংবাদিকদের নিয়ে দেওয়া মিথ্যা ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে উপজেলার সব সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’ গঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় বদলগাছী সাংবাদিক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সাংবাদিক সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে নতুন এই ঐক্যজোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির।

সভায় ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির আহ্বায়ক হয়েছেন বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান।যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দবির, সভাপতি, বদলগাছী প্রেসক্লাব,ফজলে মওলা, সভাপতি, প্রেসক্লাব বদলগাছী,শহীদুল ইসলাম, সভাপতি, বদলগাছী সাংবাদিক সংস্থা,বুলবুল আহমেদ বুলু, সভাপতি, সেন্ট্রাল প্রেসক্লাব (বদলগাছী শাখা)সদস্য,আবু জর গিফারী, সাধারণ সম্পাদক, বদলগাছী প্রেসক্লাব,হাফিজার রহমান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব বদলগাছী,আব্দুল কাদের, সাধারণ সম্পাদক, উপজেলা প্রেসক্লাব,ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক, বদলগাছী সাংবাদিক সংস্থা,আবু রায়হান লিটন, সাধারণ সম্পাদক, বদলগাছী মডেল প্রেসক্লাব

সভায় বক্তারা অভিযোগ করেন, ইউএনও ইসরাত জাহান ছনি সম্প্রতি সাংবাদিকদের নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা বদলগাছীর সাংবাদিক সমাজকে গভীরভাবে অপমান করেছে। বক্তারা বলেন, একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এমন মন্তব্য প্রশাসন ও গণমাধ্যমের সুসম্পর্ক নষ্ট করে।

সভায় সিদ্ধান্ত হয়— ইউএনও তাঁর মন্তব্য অবিলম্বে প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করলে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে তাকে প্রত্যাহারের দাবিতে জাতীয় পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে।

নেতারা ঘোষণা করেন, “একজন সাংবাদিকের মানহানি মানে পুরো সাংবাদিক সমাজের অবমাননা। বদলগাছীর সব সংবাদকর্মী একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকবে।”

সভা শেষে ইউএনওর বক্তব্যের নিন্দা জানিয়ে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয় এবং নতুন গঠিত ‘বদলগাছী সাংবাদিক ঐক্যজোট’কে অবিলম্বে কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।

Nema komentara


News Card Generator