নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কাচারী পাড়ায় পল্লী বিদ্যুতের মূল তার ছিঁড়ে বসত ঘরের ওপর পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার মজিবুর কাঠিয়ার ছেলে মোঃ শফিক কাঠিয়ার বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে পল্লী বিদ্যুতের একটি মূল তার ছিঁড়ে সরাসরি শফিক কাঠিয়ার টিনশেড ঘরের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে স্পার্ক থেকে আগুনের সৃষ্টি হয় এবং প্রচণ্ড শব্দে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই পুরো ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের চালা, বিছানা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্যান, পোশাক, রান্নার সরঞ্জামসহ সকল গৃহস্থালি সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।
এলাকাবাসী জানান, বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়ে আগে থেকেই অভিযোগ করা হলেও তা মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি পল্লী বিদ্যুৎ সমিতি- ২। ফলে এ ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ-এর গাফিলতিকেই দায়ী করছেন তারা।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসন ও দ্রুত সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Nessun commento trovato



















