বাউলদের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব এটিকে উগ্রবাদী চক্রের কাজ বলে নিন্দা জানিয়েছেন।
দেশের সাংস্কৃতিক অঙ্গনকে স্তম্ভিত করে বাউল শিল্পীদের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনাকে 'উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ' বলে মন্তব্য করেন। মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, আবহমান বাংলার গ্রামীণ সংস্কৃতির অন্যতম প্রধান বাহক বাউলদের ওপর এমন হামলা কোনো সভ্য সমাজে কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?
বিএনপি মহাসচিব দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বাউলরা যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। তাঁদের ওপর আক্রমণ মানে প্রকারান্তরে বাংলাদেশের মূল চেতনার ওপর আক্রমণ। তিনি দ্রুত এই ঘটনার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনা সমাজে গভীর বিভেদ ও অসহিষ্ণুতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে বলে তিনি মনে করেন।
অন্যদিকে, একই দিনে দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘটে যাওয়া বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। জানা গেছে, বাউল সমর্থকরা সেখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে সমবেত হলে 'তৌহিদী জনতা' নামধারী একটি গোষ্ঠী তাদের ওপর চড়াও হয় এবং ধাওয়া করে হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন বাউল সমর্থক আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন সময়মতো ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের উগ্রবাদী চক্র মাথাচাড়া দিয়ে উঠছে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।



















