close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাউফলে পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, যুবসমাজের বিক্ষোভ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, ফয়সাল সিকদার, রুমেন সিকদার, জাকির হোসেন, মাহবুব হোসেন, সাহেদ সিকদার, সাইফ উদ্দিন প্রমুখ।

..

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল পৌর শহরের পাবলিক মাঠে মেলা আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় যুবসমাজ। আসন্ন পরীক্ষা ও পরিবেশ দূষণের কারণ দেখিয়ে মেলা বন্ধের দাবিতে তারা বাউফল-বগা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করেছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে বাউফল ফুটবল একাডেমি ক্লাব ও ব্যাক স্টেট ভয়েজ ক্লাবের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইমরান হুসাইন, ফয়সাল সিকদার, রুমেন সিকদার, জাকির হোসেন, মাহবুব হোসেন, সাহেদ সিকদার, সাইফ উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, "শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পাবলিক মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। সামনেই পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা। এই মেলার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হবে।"

তারা আরও বলেন, "মেলার কারণে এলাকায় তীব্র শব্দদূষণ এবং মলমূত্র ত্যাগের ফলে পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া মেলার স্থানটির আশপাশেই হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা ও শিশুদের স্কুল রয়েছে। আমরা অবিলম্বে এই মেলা বন্ধের দাবি জানাই।"

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে মেলা বন্ধ করা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, মানববন্ধন চলাকালে মেলার কয়েকজন আয়োজক তাদের হুমকি দেন এবং কর্মসূচি বানচালের চেষ্টা করেন।

Nenhum comentário encontrado


News Card Generator