close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বার্সার ১০ নাম্বার জার্সি পেতে পারেন লামিন ইয়ামাল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
১৭ বছর বয়সেই বিশ্ব সেরাদের সাথে তুলনা! যেকোনো তরুণ ফুটবলারের জন্য যা আকাশস্পর্শী স্বপ্নের মতো। তবে, লামিন ইয়ামালের ক্ষেত্রে বিষয়টি পুরোই আলাদা।..

গত মৌসুম সেরা কাটিয়েছেন ইয়ামাল। ৫৫ ম্যাচ খেলে ১৮ গোলের পাশাপাশি ২৫ টি অ্যাসিস্ট ও করেন তিনি। বার্সেলোনার হয়ে জিতেছেন ঘরোয়া ট্রেবল (লা লিগা, কোপা দেল রে ও সুপার কোপা)। 

নতুন মৌসুমের শুরুতে দারুণ একটি সুসংবাদ ইয়ামাল ও তার ভক্তদের। লিওনেল মেসির ছেড়ে যাওয়া সেই বিখ্যাত ১০ নাম্বারের জার্সি পড়তে পারেন এই তরুণ ফুটবলার। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভো জানিয়েছে, প্রাক-মৌসুম থেকেই ১০ নম্বর জার্সি পরে খেলবেন ইয়ামাল। যদিও বার্সা এ ব্যাপারে এখনও কিছু জানায়নি।

সবশেষ ১০ নাম্বার জার্সি পরে খেলেছেন আনসু ফাতি। তবে নামের পাশে সেই নাম্বারটি তার জন্য সুখকর হয়নি। ইনজুরি তাকে সেই নামডাক ধরে রাখতে দেয়নি। এখন আলোচনার কেন্দ্রবিন্দু থেকেই হারিয়ে গেছেন তিনি। বার্সা ছেড়ে মোনাকো তে যোগ দেওয়ার কথা রয়েছে তার। 

মোনাকো যাওয়ার ব্যাপারে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা বলেছেন, ‘আনসু ফাতি? এই সপ্তাহ ভালো কাটলে আমরা একটা ভালো সংবাদ পাব। সে মোনাকোয় যাচ্ছে।’ দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, বার্সা ও মোনাকোর মধ্যে ফাতিকে নিয়ে সমঝোতা চুক্তি হয়ে গেছে৷ 

শুধু ফাতি নন, মোনাকোয় যাওয়ার গুঞ্জন আছে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনেরও। গত মৌসুমের মাঝে ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। সেজনির সাথে চুক্তিবদ্ধ ও গার্সিয়ার সাথে চুক্তি, স্টেগানের জন্য বার্সার হয়ে পথচলা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার অপেক্ষা।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator