close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে মারামারি।

Bablu Munsi avatar   
Bablu Munsi
কুঞ্চিনগর গ্রামে বাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ <br> <br> ফরিদপুর জেলা প্রতিনিধি : <br>রেজাউল ইসলাম বাবলু <br> ফরিদপুর নগরকান্দা থানার কাঞ্জিনগর গ্রামের বাঁশ কাটাক....

কুঞ্জিনগর বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ 

 ফরিদপুর জেলা প্রতিনিধি : 
রেজাউল ইসলাম বাবলু 
 ফরিদপুর নগরকান্দা থানার কাঞ্জিনগর গ্রামের বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে মারামারি এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়,
 আনুমানিক ১০ ঘটিকার সময় তামান্না(৩৮) নামের এক মহিলা তার জমিতে পড়ে থাকা বাঁশের আগা কাটাকে কেন্দ্র করে পাশের বাড়ির তিনজন মহিলার সাথে কথা কাটাকাটি, একপর্যায়ে মারামারি সংঘটিত হয়।
 উক্ত মারামারিতে জহির বয়স (৪৫)নামে এক মহিলা প্রথমে তামান্নার কিল ঘুসি মারে,
 জহিরের (৪৫)দুই ছেলের বউ আনিকা(২৮) ও আসমা(২৪) তামান্নার উপরে আচমকা পিছন থেকে হামলা করে।
 জহির তার বড় বউকে হুকুম দেয় বাড়ি থেকে শিকল এনে বাধার জন্য বড় বউ শিকল এনে তামান্নাকে(৩৮)বেধে তার মুখে ঘুসি মারলে,ঘুষি মারার কারণে তামান্নার(৩৮)মুখে দুটি দাঁত পড়ে যায় এবং ব্যথা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়।
 জহির বেগম (৪৫)তামান্নার বুকের উপরে বসে পড়লেন তামান্নার(৩৮)মেয়ের চিৎকার দিলে তার আর্তনাতে এলাকার মানুষ জন জড়ো হয় এবং তামান্না কে তাৎক্ষণিক চিকিৎসার জন্য তালমার মোড় সুদেব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জরুরি সেবা দেওয়ার পর নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। থানায় একটি অভিযোগ করা হয়েছে। 
 দৈনিক সূত্রপাত কে  জানানো হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত চলতেছে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত আইনি শাস্তি ব্যবস্থা করা হবে।

Nenhum comentário encontrado