বাঁকখালী নদীর দখল-দূষণ পরিদর্শনে কক্সবাজার আসছেন দুই উপদেষ্টা।
আগামী বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নৌপরিহন, শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন এবং বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান কক্সবাজার আসছেন।
আজ দুপুরে নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রসাশনকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে সফরসূচির তথ্য উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার সকালে তারা কক্সবাজার পৌঁছে কক্সবাজারের পাশ দিয়ে বহমান বাঁকখালী নদীর দখল-দূষণ পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি তারা নদী বন্দরের জমি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার-মহেশখালী রুটে সী-ট্রাক উদ্বোধন করবেন নৌপরিবহন উপদেষ্টা। পরে বিকেলে দুই উপদেষ্টা জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে জানা যায়।
নৌপরিবহন উপদেষ্টার সচিবের চিঠিতে আরও জানানো হয়, কক্সবাজার নদী বন্দরের অবৈধ দখল দূষণ রোধ ও নদী বন্দরের সীমানা পিলার স্থাপন ও ড্রেজিংয়ের বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
没有找到评论



















