বছরের অন্যতম বড় আয়োজন আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪-এর জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজধানীর পূর্বাচলে নতুন স্থায়ী মেলা প্রাঙ্গণে এবার দেখা মিলবে দেশি-বিদেশি পণ্যের বৈচিত্র্য ও অভিনব সব আয়োজন।
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় অংশ নিচ্ছে ৩০টিরও বেশি দেশের প্রায় ৭০০ প্রতিষ্ঠান। নতুনত্বের জন্য থাকছে স্মার্ট পেমেন্ট সিস্টেম, ই-কমার্স প্যাভিলিয়ন এবং পরিবেশবান্ধব পণ্যের বিশেষ স্টল।
পণ্যের অফার এবং ছাড়ে ভরা এ মেলা দর্শনার্থীদের জন্য নিয়ে আসছে নতুন অভিজ্ঞতা। বিশেষত, তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিপণ্যের নতুন সম্ভার থাকবে অন্যতম আকর্ষণ।
মেলা শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহে, যা চলবে পুরো মাসজুড়ে। উদ্বোধনী দিনে বিশেষ অতিথিদের উপস্থিতিতে হবে জমকালো আয়োজন।
এই মেলা শুধু কেনাকাটার সুযোগ নয়; বরং নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার এক সেরা মঞ্চ। তাই উৎসাহিত ভিড়ের সঙ্গে যোগ দিতে প্রস্তুতি নিন এখনই!
No se encontraron comentarios