close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাংলাদেশি যুবকরা ভারতে কিডনি পাচার চক্রের শিকার: চাকরি ও ভিসার প্রলোভন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফেসবুকে অরণ্য নামক এক ব্যক্তি চাকরি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আসেন।
ভারতে চাকরির লোভে গিয়েছিলেন তিন বাংলাদেশি যুবক। দেশটিতে পৌঁছানোর পর তারা কিডনি পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে পড়ে তাদের একটি করে কিডনি হারান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস এ বিষয়ে পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানা যায়, কিডনি পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা কাজের প্রলোভন দেখিয়ে মেডিকেল ভিসায় বাংলাদেশিদের ভারতে নিয়ে গিয়ে তাদের কিডনি কেড়ে নিত। বিনিময়ে সামান্য অর্থও দেওয়া হতো। ভারতীয় সংবাদমাধ্যমগুলি ভুক্তভোগীদের পরিচয় গোপন রেখেছে। প্রথম ব্যক্তির বয়স ৩০ বছর। বাংলাদেশের কাপড়ের ব্যবসায় তার দোকানে আগুন লেগে ব্যবসা হারিয়ে ঋণের চাপের মুখে ভারতে যান। এক বন্ধুর পরামর্শে ও সহায়তায় ভারতে যাওয়ার পর চাকরি না পেয়ে কিডনি বিক্রি করতে বাধ্য হন। দ্বিতীয় ব্যক্তির বয়স ৩৫ বছর। চাকরির প্রলোভনে দিল্লিতে গিয়ে রাসেল ও মোহাম্মদ রোকন নামক দুই ব্যক্তির মাধ্যমে তাকে হাসপাতালে নিয়ে কিডনি অপারেশন করা হয়। তার পাসপোর্ট কেড়ে নিয়ে পরবর্তীতে তাকে বাংলাদেশে ফিরে যেতে বলা হয়। তৃতীয় ব্যক্তিরও একই পরিণতি ঘটে। ফেসবুকে অরণ্য নামক এক ব্যক্তি চাকরি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আসেন। পরবর্তীতে মেডিকেল পরীক্ষার নামে তার কিডনি কেটে ফেলা হয় এবং সামান্য অর্থ প্রদান করা হয়।
Hiçbir yorum bulunamadı


News Card Generator