close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন কিউবা মিচেল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
****

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে দেশের ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় দল। এই ম্যাচকে সামনে রেখে শনিবার (১ জুন) থেকেই অনুশীলনে নেমেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

দলের মূল দুই তারকা—ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরি ও গোলরক্ষক সমিত সোহ—এখনও ক্যাম্পে যোগ দেননি। হামজা ঢাকায় পৌঁছাবেন আগামী সোমবার (৩ জুন) সকালে, আর সমিত আসবেন তার একদিন পর, অর্থাৎ ৪ জুন।

এদিকে, আরেক ইংল্যান্ড প্রবাসী তরুণ কিউবা মিচেলকে নিয়ে ছিল অনিশ্চয়তা। পাসপোর্ট জটিলতার কারণে এতদিন দলে যোগ দিতে পারেননি তিনি। তবে, অবশেষে হাতে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। এখন প্রশ্ন, সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে স্কোয়াডে রাখা হবে কি না। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে। কারণ, তাকে খেলাতে হলে ৩ জুনের মধ্যেই এএফসি পোর্টালে নাম অন্তর্ভুক্ত করতে হবে। ফলে সময়সীমার কথা মাথায় রেখে আজ-কালের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে।

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। এই দুটি ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। হামজা ও সমিত ছাড়া বাকিরা ইতোমধ্যেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।

Ingen kommentarer fundet


News Card Generator