close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাংলাদেশে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের শীর্ষ শিল্পগোষ্ঠী এনগ্রো..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা দেখছে পাকিস্তানের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এনগ্রো। বিশেষত টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে চায় তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূ..

বাংলাদেশে বিনিয়োগে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী এনগ্রো হোল্ডিংস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

এই সাক্ষাৎকারে বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলো নিয়ে বিস্তৃত আলোচনা হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল—বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণ, বিশেষ করে টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে। আব্দুল সামাদ দাউদ জানান, এনগ্রো বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী। তারা বিশেষভাবে টেলিযোগাযোগ খাতে ভবিষ্যতের বিপুল সম্ভাবনা দেখছে। সেই সঙ্গে ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্পখাতে সক্রিয় অংশগ্রহণেরও ইচ্ছা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

দাউদ বলেন, “আমরা বাংলাদেশের টেলিকম খাতে অত্যন্ত আগ্রহী। এই খাতে আমাদের বিনিয়োগের ইচ্ছা রয়েছে। একই সঙ্গে আমরা গ্যাস সরবরাহের মাধ্যমে দেশের শিল্পায়নে ভূমিকা রাখতে চাই।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই আগ্রহকে ইতিবাচকভাবে গ্রহণ করে বলেন, “আমরা এমন অংশীদারিত্ব চাই যা দীর্ঘমেয়াদি হবে এবং দেশের মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। বাংলাদেশের বাজার শুধু বিনিয়োগের জন্যই নয়, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও একটি বড় সুযোগ।”

এ সময় তিনি আরও বলেন, “আমরা চাই এমন প্রকল্পে বিনিয়োগ হোক, যা ভবিষ্যতের প্রজন্মকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেবে। আপনি আবার বাংলাদেশে আসুন, এখানে আরও সম্ভাবনা রয়েছে যা বিশ্বকে দেখানোর মতো।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান সচিব সিরাজউদ্দিন মিয়া।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েই ঢাকায় আসেন এনগ্রোর সিইও। সম্মেলন নিয়ে তিনি বলেন, “বিডা সামিট ছিল অত্যন্ত মানবিক, আন্তরিক ও লক্ষ্যনির্ভর। এক ছাদের নিচে দেশের শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতি আমাকে অভিভূত করেছে।”

এনগ্রো হোল্ডিংস পাকিস্তানের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী, যারা কৃষি, খাদ্য, জ্বালানি এবং অবকাঠামো খাতে কাজ করে থাকে। বাংলাদেশে তাদের এই বিনিয়োগ উদ্যোগ দেশের অর্থনীতিতে নতুন গতি আনার সম্ভাবনা তৈরি করেছে।

Tidak ada komentar yang ditemukan