বাংলাদেশ থেকে বৈধ পথে শ্রমিক নিতে আগ্রহী ইতালি সরকারব। আজ ৫ মে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে এক বৈঠকে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই মাত্তেও পিয়ান্তেদোসি এসব জানান।
বৈঠকে ইতালিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী। তাই ইতালি সরকার বাংলাদেশ থেকে নতুন করে বৈধ পন্থায় লোক নিতে আগ্রহী।
অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে।
এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে তিনি বলেন, পুলিশ, বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করবে ইতালি সরকার।দুই দেশের মধ্যে কীভাবে আরও সহযোগিতা বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।