শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটি এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মেইল বাসস্ট্যান্ড প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ তালাশ তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার এর সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তৃতা করেন ক্লাবের সহ-সভাপতি মোঃ কবির আহম্মেদ সাবু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধক্ষ্য জহুরুল ইসলাম বাবু, সদস্য আজিজুল রহমান, মিন্টু কমল শর্মা (কাজল), সুবল কর্মকার, প্রমুখ।
সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, এবং এলাকার জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। উপস্থিত সদস্যরা গঠনমূলক মতামত প্রদান করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মাসিক এই সভার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।



















