বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক জোরদার: পাঁচ সমঝোতা স্মারক সই......

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স..

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে উভয় নেতা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনূস জানান, অর্থনীতি সহ সব খাতে পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ এবং আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে মালয়েশিয়ার ভূমিকার প্রশংসা করে তিনি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

বৈঠকের আগে অধ্যাপক ইউনূস পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে স্বাগত জানান এবং কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে রয়েছেন—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট দেশে ফিরবেন বলে জানা গেছে।

Ingen kommentarer fundet