close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাংলাদেশ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল-আযহা..

প্রধান উপদেষ্টার সঙ্গে এই জামাতে অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী।
সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ঈদের প্রধান জামাত শেষ হয় ৭টা ৪২ মিনিটে। জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শুরুর কিছুক্ষণ আগে, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ঈদগাহ ময়দানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিরা ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই পুরো মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ঈদের প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্য ছিল পৃথক নামাজ আদায়ের জায়গা। এছাড়া, শিশুদেরও জামাতে অংশ নিতে দেখা গেছে।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ছিলেন।জামাত চলাকালীন ছিল কড়া নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

Keine Kommentare gefunden


News Card Generator