close
লাইক দিন পয়েন্ট জিতুন!
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুং ঝিরি এলাকা থেকে অপহৃত ২৬ জন শ্রমিকের মধ্যে মো: জিয়াউর রহমান (৪৫) নামে একজন নাটকীয়ভাবে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু বাকি ২৫ জন শ্রমিকের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে যৌথবাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
নাটকীয়ভাবে পালিয়ে এসে জানালেন ভয়ংকর অভিজ্ঞতা
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মো: জিয়াউর রহমান নিরাপদে ফিরে এসে আইন-শৃঙ্খলা বাহিনীকে ঘটনার বিস্তারিত জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, সন্ত্রাসীদের সংখ্যা ছিল ১২ থেকে ১৪ জন, এবং তাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র। তারা সবাই সেনাবাহিনীর মতো পাতা রঙের পোশাক পরে ছিল, অনেকে মুখোশও পরেছিল।
আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাৎ হোসেন জানান, রাতে যৌথবাহিনীর অভিযানের কারণে সন্ত্রাসীরা বারবার অবস্থান পরিবর্তন করছিল। সেই সুযোগে মো: জিয়া পালিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে যৌথবাহিনী সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে দ্রুত অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়।
মুক্তিপণের দাবি ও আতঙ্ক
এদিকে, অপহৃত শ্রমিকদের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: শাহাজাহান ও রাবার প্লান্টেশনের মালিক মো: ফোরকান জানিয়েছেন, অপহরণকারীরা একাধিক নম্বর থেকে কল করে মুক্তিপণের দাবি জানাচ্ছে। রাবার শ্রমিকদের অপহরণের মূল উদ্দেশ্য চাঁদা আদায় বলে ধারণা করা হচ্ছে।
অপহৃত শ্রমিকদের পরিচয়
অপহৃত ২৫ জন শ্রমিকের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তারা হলেন:
মো: ফারুক (২৬)
মো: আইয়ুব আলী (২৬)
মো: ছিদ্দিক (৪০)
মো: আব্দুল খালেক (২০)
আবদুল মাজেদ (১৭)
মনিরুল ইসলাম (৩০)
মোবারক (২৫)
মো: হারুন (৩০)
রমিজ উদ্দিন (৩০)
ছৈয়দ নুর (২৮)
মো: কায়সার (৩৮)
মো: মনির হোসেন (৩৫)
মো: ইমরান (১৭)
মঞ্জুর (৩০)
আফসার আলী (২৫)
খায়রুল আমিন (৩০)
আবু বক্কর (২৯)
মো: আবদুর রাজ্জাক (৩৩)
মুবিন (২৫)
অন্য ৬ জনের নাম এখনও পাওয়া যায়নি। তারা সবাই ওই এলাকার ছয়টি রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক
এই অপহরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। অনেক শ্রমিক ও তাদের পরিবার নিরাপত্তার অভাবে কাজে যোগ দিতে ভয় পাচ্ছে।
অভিযান অব্যাহত
অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। তবে এখনো কোনো ইতিবাচক অগ্রগতি পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপহরণকারীদের চিহ্নিত করতে এবং অপহৃতদের দ্রুত উদ্ধার করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।
Keine Kommentare gefunden