close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বান্ধবীর সাথে ফের মিল বন্ধন এনজো ফার্নান্দেজের

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
প্রিয় বান্ধবীর সাথে বেশ সুখে শান্তিতেই যাচ্ছিলো আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দাম্পত্য জীবন। তবে হুট করেই সংসারের মধ্যে ভাঁটা পরে। একে অপরের সাথে আলাদা হওয়ার সিধান্ত গ্রহণ করে তারা।....

তবে ভালোবাসার টানে আবারও বান্ধবীর সাথে এক হলেন এনজো। দুইজন দুইজনের ভুল বুঝতে পেরেছেন, সেইসাথে দ্বিতীয় সুযোগের নেপথ্যে গল্প শুনালেন ভ্যালেন্টিনা। এনজো ও ভ্যালেন্টিনা দুটি সন্তান ও রয়েছে। 

বেশ কয়েকদিন ধরেই দুইজনের দাম্পত্য সম্পর্ক আবারো জোড়া লেগেছে বলে ধারণা পাওয়া যায়। বেশ কয়েকদিন ধরেই একসাথে দেখা যাচ্ছে তাদের। এইবার এই বিষয়টি নিজেই নিশ্চিত করলেন ভ্যালেন্টিনা৷ সম্প্রতি ‘ডোন্ট থিঙ্ক সো মাচ’ নামে এক টিভি শোতে এনজোর সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন,  ‘দ্বিতীয় সুযোগ তো মানুষ হিসেবে আমাদের সবারই প্রাপ্য। ভুল তো করতেই পারি। তবে তৃতীয় বা চতুর্থ সুযোগ নয়, আর নয়। আমরা এখন অনেক ভালো আছি।’

বিচ্ছেদের সময়টা অনেক কষ্টের ছিলো বলেও স্বীকার করেন এই মডেল৷ তবে গত বছরের শেষ দিকে দুজনকে ফের একসঙ্গে দেখা যেতে থাকে। সন্তানদের নিয়ে ক্রিস্টমাস উদযাপন, শপিংমলে ঘুরাঘুরি দেখে গুঞ্জন শুরু হয়। 

তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোভাবে জানি। এনজো এখন আমার দিকে ফিরেছে এবং জানে আমি ঠিক কোন অবস্থায় ছিলাম। তবুও দুজনের ফের মিলিত হওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না।’ এর আগে এনজো-ভ্যালেন্টিনার বিচ্ছেদ ঘোষণায় সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল একাধিক নারীর সঙ্গে নাম এসেছিল এনজোর। এর মধ্যে আর্জেন্টাইন র‍্যাপার নিকি নিকোল নিজেই সেই গুঞ্জন উড়িয়ে দেন। এই তালিকায় নাম ছিল জনপ্রিয় মডেল পাম্পিতারও। তিনি নাকি ফোন করে সেসব খবর মিথ্যা বলে জানান ভ্যালেন্টিনাকে।

Walang nakitang komento