বরিশালের বানারীপাড়া অবস্থিত পাঠকপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠা দিবস ১ নভেম্বর। এক বছরের মধ্যে বাংলাদেশ বাণী বৃহত্তর বরিশাল অঞ্চলের পাঠকদের মাঝে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
২ নভেম্বর শনিবার বানারীপাড়া প্রেসক্লাবে সাংবাদিক মাইদুল ইসলাম শফিক অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাইদুল ইসলাম, জাকির হোসেন, ইলিয়াস শেখ, মোঘল সুমন সাফকাত শুভ, জাহিন খালাসি, সৈয়দ নুরুজ্জামান পলাশ ও সাব্বির হোসেনসহ স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা অনুষ্ঠানে নিজেদের অভিমত প্রকাশ করে বলেন, দৈনিক বাংলাদেশ বাণী মাত্র এক বছরে পাঠকদের মধ্যে আস্থা অর্জন করেছে। তারা আশা প্রকাশ করেন যে পত্রিকাটি সত্য প্রকাশ এবং ইতিবাচক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করবে। সাংবাদিক সাইদুল ইসলাম বলেন, "বাংলাদেশ বাণী ইতোমধ্যে পাঠকমনে একটি স্থান করে নিয়েছে এবং বরিশাল অঞ্চলে এটি একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে পরিচিতি লাভ করছে।"
সাংবাদিক জাকির হোসেন বলেন, "পত্রিকাটির পাঠকপ্রিয়তা অর্জন মূলত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ফল। আমরা আশা করি, বাংলাদেশ বাণী ভবিষ্যতেও এই ধারায় অব্যাহত থাকবে।" সাংবাদিক ইলিয়াস শেখ তার বক্তব্যে উল্লেখ করেন, "সংবাদপত্রটির উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং বিগত এক বছরে যে সুনাম অর্জন করেছে, তা বজায় রাখতে পারবে, সেই কামনা রইল।" আলোচনা শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Tidak ada komentar yang ditemukan



















