গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন (৩৮) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। এ সময় সাংবাদিক তুহিন মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে।
ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বাজিতপুর সিনেমা হল মোড়ে “বাজিতপুর সাংবাদিকতার মুক্ত মঞ্চ” ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে “সাংবাদিক হত্যার বিচার চাই”, “মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই”, “সত্য বলা কি অপরাধ? তাহলে সাংবাদিক হত্যা কেন?” এবং “ইন্টেরিম জবাব দাও, জবাব দিতে হবে” লেখা পোস্টার নিয়ে দাঁড়ান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না। এই ঘটনা সাংবাদিক সমাজকে বাকরুদ্ধ করেছে। তারা আরও বলেন, এ হত্যার দায় কোনোভাবেই সরকার এড়িয়ে যেতে পারে না।