close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাজিতপুর - নিকলীতে বর্ণাঢ্য মটর শোভাযাত্রা ও গণসংযোগ মোস্তাফিজুর রহমান মামুনের..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রার্থী বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের বর্ণাঢ্য মটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে..

শনিবার দুপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি পুত্র মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেলে বর্ণাঢ্য মটর শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। বাজিতপুরের ঐতিহাসিক ডাকবাংলা মাঠ থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি ভাগুলপুর, সরারচর হয়ে জারয়তলা ইউনিয়নের শাজনপুরে পথসভা ও গণসংযোগের মাধ্যমে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলী উপজেলা সদরে গিয়ে শেষ হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, কথিত আওয়ামী স্বৈরাচারের বিদায় ঘটিয়েছে এ দেশের মানুষ। এখন সময় এসেছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর।

এসময় উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক (যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল), সোহাগ ইবনে নূর (সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি), নূর মোহাম্মদ বাচ্চু (সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি), বদরুল রহমান (সহ সভাপতি, পৌর বিএনপি), বিলকিস বেগম (সহ সভাপতি, জেলা মহিলা দল), রফিকুল ইসলাম রফিক (যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), কৌশিক আহমেদ সৌরভ (যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), শরীফুল ইসলাম চৌধুরী নাদভী (যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল), নাছীরউদ্দীন সোহাগ (যুবনেতা, উপজেলা যুবদল), জাহিদুল্লাহ জৌজি (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল), শাহীনুল হক আজমল (সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল), শফিকুল ইসলাম জালালী (সাবেক আহ্বায়ক, পৌর মৎস্যজীবী দল), এইচ এম গিয়াসউদ্দিন (সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা তাতীদল), ফজলে নূর রাব্বি (সভাপতি, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদল), এমরান হোসেন (যুগ্ম আহ্বায়ক, কলেজ ছাত্রদল), রুমেল মিয়া (সাবেক সভাপতি, বলিয়াদি ইউনিয়ন ছাত্রদল), মোজাম্মেল হক (সভাপতি, বাজিতপুর উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ), জাহিদুল হাসান সোহেল (সিনিয়র সহ-সভাপতি, পৌর যুবদল)সহ নিকলী উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী শোভাযাত্রা ও গণসংযোগে অংশ নেন।

Ingen kommentarer fundet


News Card Generator