নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের তাড়াশে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থী মারা গেছে। বুধবার (২৩ এপ্রিল) নওগাঁ ইউনিয়নের নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নুরাইয়া নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের বড় মেয়ে। মেয়েটি নওগাঁ শরিফাবাদ কেজি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় একাধিক ব্যক্তি আই নিউজ বিডিকে জানায়, দুপুর ১২ টার দিকে নুরাইয়া শরিফাবাদ কেজি স্কুল ছুটির পর স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে সড়ক পার হওয়ার সময় একটি ধান বোঝাই বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই নুরাইয়ার মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আইনিউজবিডিকে জানান, নিহত শিশুর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।