close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাগেরহাটের মোংলা বন্দরে নোঙর করা জাহাজে ডাকাতি, হাত-পা বেঁধে লুট ৫০ লাখ টাকার মালামাল..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বাংলাদেশি বাণিজ্যিক জাহাজে অস্ত্রের মুখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে নোঙগর করে থাকা একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজে অস্ত্রের মুখে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এমভি সেঁজুতি নামের জাহাজটিতে হামলা চালিয়ে নাবিকদের হাত-পা বেঁধে প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ১৪ জনের একদল ডাকাত।এ সময় ডাকাতেরা টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের মারধরে আহত হন তিন নাবিক।


এমভি সেঁজুতি নামের জাহাজটি ভারত থেকে পাথর নিয়ে এসে ২০২৪ সালের ২২ জুন মোংলা বন্দরে পৌঁছায়। তবে পাথর খালাস শেষে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক বছর ধরে পশুর নদীর বেসক্রিক এলাকায় এটি পড়ে রয়েছে। জাহাজটিতে চিফ অফিসারসহ সাতজন নাবিক ছিলেন।জাহাজের চিফ অফিসার সিরাজুল হক জানান, ভোররাতে দেশি অস্ত্রে সজ্জিত ১৪ জনের একটি দল ফিশিং ট্রলারে এসে জাহাজে উঠে পড়ে। তারা নাবিকদের হাত-পা বেঁধে চালায় লুটপাট। নিয়ে যায় জাহাজের যন্ত্রাংশ, তেল, মোবাইল ফোন ও টাকা।লোকাল শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনা কার্যালয়ের ম্যানেজার শরিফ জাহাদুল করিম অমিত বলেন, এর আগেও জাহাজটিতে দু’দফায় ডাকাতি হয়েছে। অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি।কোস্টগার্ড পশ্চিম জোন ইতিমধ্যে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন অর রশীদ।


মোংলা বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র মাকরুজ্জামান মুন্সী বলেন, তারা ঘটনাটি শুনেছেন এবং খোঁজ নিচ্ছেন।

Nessun commento trovato