close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****


বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার চুলকাটিতে খুলনা-মোংলা মহাসড়কে নবাবপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায়  আফসার উদ্দিন (৭৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮ টার সময় খুলনা-মোংলা মহাসড়কে, নবাবপুর উত্তর পাড়া গ্রামের চুলকাটি বাজার মিষ্টি ব্যবসায়ী শহিদুল ইসলামের পিতা। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে খুলনা মোংলা মহাসড়কে মোংলা থেকে ঢাকা গামী যাত্রীবাহী পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে আফসার উদ্দিন নিহত হন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ কন্যা সন্তান, নাতি-নাতনি অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে কাটাখালি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন লাশ উদ¦ার করে সুরতাল রিপোর্ট এর জন্য ফকিরহাট মডেল থানায় প্রেরণ করেন। স্থানীয় জানায় বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় পরিবহনটি আটক করা হয়েছে। নিহত পরিবার পক্ষ থেকে সড়ক দুর্ঘনার আইনি প্রক্রিয়াধীন রয়েছে। 

Nenhum comentário encontrado


News Card Generator