close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাগেরহাট-৩ আসনের এমপি ও তার স্বামী মেয়র খালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা-রামপাল বাগেরহাট-৩ আসনের সাবেক এমপি বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার
এবং তার স্বামী খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা..

দুদক খুলনার সহকারী পরিচালক রাকিবুল ইসলাম তথ্য সূত্রে জানান, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলমান। এ অবস্থায় তিনি ও তার সহধর্মিনী দেশে অবস্থান করছেন। যে কোনো সময় তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে দুদকের কাছে তথ্য আসে।

এ কারণে গত ১৩ মে তাদের বিদেশ যাত্রা রহিতের জন্য মহানগর স্পেশাল জজ আদালতে আবেদন করা হয়। গত ১৫ মে আদালত আবেদন গ্রহণ করে তাদের বিদেশ যাত্রা রোহিতের আদেশ দেন। পরে আদালতের আদেশের কপি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এবং বিশেষ পুলিশ সুপার ইমিগ্রেশন এর নিকট পাঠানো হয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিনী বেগম হাবিবুন নাহার। তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাঁধা ও গুলিবর্ষণসহ হত্যা মামলা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি নাশকতার মামলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে দুদক তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করছে।

 

没有找到评论


News Card Generator