বাবার কোলে বসে গান শোনালো জয়, অপু বললেন ‘নজর না লাগুক’

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আজ বিশ্ব বাবা দিবস। আজকের দিনে পৃথিবীর সকল বাবাদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেন সন্তানেরা। যদিও বাবাদের ভালোবাসতে বিশেষ দিনের প্রয়োজন নেই। তবু আজকের দিনটি বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস হিসেব..

বাবার কাছে সন্তান যেমন অমুল্য সম্পদ, তেমনি সন্তানদের কাছেও বাবারা পৃথিবীর একমাত্র দামি সম্পদ। যে মুল্য চোকানোর ক্ষমতা কোনো সন্তানের হয়তো নেই। তবে আজকের এই বিশেষ দিনে বাবার প্রতি জমাট বাধা ভালোবাসা জাহির করেন সব সন্তানেরাই। 

যেমনটা বাবা দিবসে ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসও বাবা-ছেলের এক সুন্দর মুহূর্ত প্রকাশ করলেন।


নিজের ফেসবুক আইডিতে শাকিব খান ও পুত্র জয়ের একটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। জয়ের ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছে ভিডিওটি। সেটি নিজের আইডি থেকেও শেয়ার করেন অপু। যে ভিডিওতে বাবা শাকিবকে দেখা যাচ্ছে অতি আদর করে ছেলের হারমনিয়াম বাজানো দেখছেন।
ছেলের এই সৃজনশীল গুণ দেখে মুগ্ধ মেগাস্টার। অনেক খুশি নিয়ে বসে আছেন ছেলেকে কোলে নিয়ে। জয়ও বাবার কোলে বসে গান শোনানোর চেষ্টা করছেন।

 

অপু বিশ্বাস তার ফেসবুক ক্যাপশনে লিখেছেন, ‘বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালবাসা থেকে। বাবা ছেলে সম্পর্কে কারোর নজর না লাগুক।


ভিডিওটি ভক্ত অনুরাগীদের মাঝেও বেশ সাড়া ফেলেছে। কেউ লিখেছেন, ‘বাবা-ছেলেকে একসাথে দেখে অনেক ভালো লাগলো। জয় তোমাদের জন্য ভালোবাসা রইলো।’ কেউ মন্তব্য করেছেন, ‘মাশাল্লাহ বাপ-বেটাকে অনেক সুন্দর লাগছে। বাবা দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।’ কেউ লিখেছেন, ‘মাশা-আল্লাহ অনেক সুন্দর গান গাইতে পারে জয়।’

 

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডব, যা নিয়ে ইতোমধ্যে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় আর টিকিটের সংকট দেখা গেছে। তবে হলে সিনেমা চললেও  বরাবরের মতো এবারও শাকিব খান ছিলেন পরিবারমুখী। চলচ্চিত্রের আলো-ঝলমলের বাইরে একান্ত সময় কাটিয়েছেন প্রিয়জনদের সঙ্গে। বিশেষ করে অবসর সময়ে নিজের দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন এ মেগাস্টার।

Inga kommentarer hittades


News Card Generator