close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

বাবার দেওয়া শিক্ষা নিয়ে প্রতি ঈদে অসহায় মানুষের পাশে ছেলে..

Md Humayun avatar   
Md Humayun
ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগির এক অপার উৎসব। কিন্তু সমাজের এমন অনেক মানুষ রয়েছেন, যাদের কাছে ঈদ কেবল আরেকটি দিন — সংগ্রাম আর বঞ্চনার।..

প্রতি ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়াতে — বাবার দেওয়া শিক্ষায় আজও পথ দেখায় নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নে বিষ্ণুপুর গ্রামের প্রয়াত আব্দুল হক তালুকদারের ছেলে রবিউল হাসান সাকি তালুকদার কে। 

বুধবার দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের শিক্ষাবিদ আব্দুর রহমান সৃতি বিদ্যালয় প্রক্ষণে ঈদ-উল আযহাকে সামনে রেখে বেশ কয়েকটি গ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

ঈদ সামগ্রী বিতরণ শেষে সাকি বলেন, বাবা ছিলেন কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। আজ তিনি আমাদের মাঝে নেই। 

বাবা প্রতিটি ঈদে তিনি নতুন কাপড়, খাবার ও অর্থ দিয়ে আমাদের গ্রাম সহ আশপাশের গ্রামের দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতেন। আমি দেখেছি, কীভাবে সেই ছোট্ট সাহায্যটুকু কারও মুখে হাসি এনে দিত। তখন বুঝেছিলাম, এই দায়িত্ব শুধু দানের নয়, একান্ত ভালোবাসা ও মানবিকতার প্রকাশ।

বাবার দেখানো পথ ধরেই আজ আমি চেষ্টা করি সেই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে। শুধু বাবার স্মৃতি রক্ষার্থে নয় — বরং একটি বার্তা দিতে চাই, আমাদের সমাজে পরিবর্তনের সূচনা হয় পরিবার থেকে, ছোট ছোট মানবিক উদ্যোগ থেকেই।

এই ঈদেও আসুন আমরা কেউ না কেউ একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি। কারণ ঈদ মানে কেবল নিজের আনন্দ নয় — অন্যের মুখেও হাসি ফোটানো।

এসময় উপস্থিত ছিলেন, কান্দিউড়া ইউনিয়নে বিভিন্ন গ্রামের তরুণ, যুবক সহ নানা বয়সে লোকজন।

সহযোগিতা নিতে আসা, জায়দা আক্তার বলেন,  সাকির বাবা প্রয়াত আব্দুল হক তালুকদার ছিলেন একজন এলাকার সনামধন্য ব্যক্তি তিনি সব সময় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতেন, তার ছেলে সাকি ও তাই। ঈদ আসলেই আমাদের মত মানুষের সহযোগী করে। 



Ingen kommentarer fundet