close

লাইক দিন পয়েন্ট জিতুন!

বাবার আলটিমেটামের জবাব সেঞ্চুরি দিয়ে দিলেন হারভানাশ

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
নামার কথা টেল এন্ডে। শুরু করলেন দেখেশুনে। এরপর যেন রূপ নিলেন আগুনে। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাত্র ৫২ বলে তুলে ফেললেন সেঞ্চুরি।..

ব্যাটার হারভানাশ সিংয়ের এই ইনিংসেই ভর করে ভারত অনূর্ধ্ব-১৯ দল তুলে ফেলল ৪৪২ রানের বিশাল সংগ্রহ। জয়টাও এলো দাপুটে, ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল অলআউট হয়ে যায় মাত্র ২১১ রানে।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। সেই সিরিজের প্রস্তুতিতে লাফবোরোতে সোমবার অনুশীলন ম্যাচে ব্যাটিং তাণ্ডব চালান হারভানাশ। নামেন ৯ নম্বরে। যখন ভারতের রান ২৫১/৭, তখন ক্রিজে আসেন এই উইকেটকিপার-ব্যাটার। পাশে ছিলেন আর. এস. এম্বোরিশ। দুজনের জুটিতে আসে অষ্টম উইকেটে গুরুত্বপূর্ণ ৭২ রান। এম্বোরিশ আউট হন ৪৭ বলে ৭২ রানে। তখন হারভানাশের রান ছিল ৪৭ বলে ৩৩।

পরের বলেই বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করে গতি বাড়ান হারভানাশ। এরপর ঝড়। ১৮ বলে করেন পরের ৫০ রান। চার-ছক্কায় ভাসিয়ে দেন ইংলিশ বোলারদের। শেষ পর্যন্ত ৫২ বলে পূর্ণ করেন শতক।

এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন আইপিএলে নজরকাড়া আয়ুশ মাহাত্রে ও বৈভব সূর্যবংশী। তবে ১৮ রানেই ভাঙে তাঁদের জুটি। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। সেখান থেকে কানিশ চৌহান (৭৯) ও রাহুল কুমার (৭৩) ষষ্ঠ উইকেটে গড়েন ১৪০ রানের জুটি। এরপর হারভানাশের সেঞ্চুরিতে রানের পাহাড় তোলে ভারত।

হারভানাশের গল্প অবশ্য শুধু এক ঝড়ো ইনিংসের নয়। গুজরাট থেকে উঠে আসা এই ক্রিকেটারের পেছনে রয়েছে বাবার আলটিমেটাম। বাবা দামানদ্বীপ সিং ও চাচা কুনারজিৎ সিং দুজনই খেলেছিলেন ক্রিকেট, তবে পেশাদার পর্যায়ে যেতে পারেননি। এখন কানাডায় ট্রাক চালান হারভানাশের বাবা। সেই বাবাই ছেলেকে বলেছিলেন—যদি অনূর্ধ্ব–১৯ দলে জায়গা না হয়, তাহলে ব্যাগ গুছিয়ে কানাডা চলে যেতে হবে।

কিন্তু ছেলের চিন্তা ছিল আলাদা। আদর্শ যুবরাজ সিং, লক্ষ্য ভারতের জার্সিতে খেলা। সে লক্ষ্যেই মায়ের সঙ্গে থেকে যান দেশে। বাবার শর্ত পেরিয়ে জায়গা করে নেন অনূর্ধ্ব–১৯ দলে। আর এবার নাম লেখালেন ব্যতিক্রমী এক ইনিংসে—৯ নম্বরে নেমে সেঞ্চুরি, আর দলের বড় জয়ে বড় অবদান।

Ingen kommentarer fundet


News Card Generator