close
লাইক দিন পয়েন্ট জিতুন!
জনপ্রশাসনে বড় ধাক্কা! এবার ২২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
বাধ্যতামূলক অবসরে যাওয়া এই ডিসিরা ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০১৪ সালের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত চারজন ডিসি এখনো কর্মরত ছিলেন। তাদের পাশাপাশি ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা আরও ১৮ জন ডিসিকে অবসরে পাঠানো হয়েছে।
সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান বলেন, “নতুন নেতৃত্বের জন্য জায়গা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়।”
এই সিদ্ধান্ত প্রশাসনে বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে প্রশাসনিক কাঠামোয় নতুন পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হলো।
আপনার মতামত কী?
এই রদবদল দেশের প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনবে কিনা? মন্তব্যে জানাতে ভুলবেন না!
Tidak ada komentar yang ditemukan