বড়লেখা সীমান্তে বিএসএফের পুশ-ইন,১০ জন আটক

Satyajit Das avatar   
Satyajit Das
Ten Bangladeshi nationals, including three women, were detained by BGB in the Barlekha border area of Moulvibazar after Indian BSF pushed them back into Bangladesh. They had entered India illegally 6–..

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন নারীসহ ১০ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে।

 

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট বাতামোড়াল এলাকায় টহল চলাকালে বিজিবি সদস্যরা তাদের আটক করেন। বিজিবি সূত্র জানায়,আটক ব্যক্তিরা পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির সময় নজরে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান,আনুমানিক ছয় মাস থেকে এক বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে শনিবার সকালে বাংলাদেশ সীমান্তে পুশ ইন করে

 

আটকদের মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। তাদের সবাই সাতক্ষীরা,খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন,“ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে বাংলাদেশে পুশ ইন হওয়া এসব বাংলাদেশিকে আমাদের টহল দল আটক করে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

No comments found