close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আসিফ-হাসনাতরা জুলাইয়ে যা করেছে ওদের সঙ্গে শুধু পিস্তল না, কামান রাখা উচিত : ইলিয়াস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পিস্তলকাণ্ড নিয়ে এত সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি বলেন, প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষাব্যবস্থা..

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসাইন। ফেসবুক পোস্টে ইলিয়াস বলেন, ‘আসিফ-হাসনাতেরা জুলাইয়ে যা করেছে, ওদের সাথে শুধু পিস্তল না, কামান রাখা উচিত।

মাত্র কদিন আগে হাসনাতের ওপর হামলা হয়েছে। সেটা মাথায় রেখে কথা বলা উচিত। এরা মারা গেলে যাদের সুবিধা হবে তারাই আসিফদের অস্ত্র রাখার বিরোধিতা করে।’ তিনি আরো বলেন, একটা ছোট ভুলের জন্য এত সমালোচনার কিছু নাই।

প্রতিটি দেশপ্রেমিক নেতার নিরাপত্তায় সর্বোচ্চ প্রতিরক্ষাব্যবস্থা রাখা হোক। শত্রুরা এখনো চারপাশেই আছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator