close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আশাশুনির বেউলা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত..

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

আশাশুনির বেউলা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

এস এম তাজুল হাসান সাদ,, সাতক্ষীরা থেকে 

 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা—এই তিনটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

 

শুক্রবার (২৩ মে) বিকালে পাইথালী বাজার চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “সাতক্ষীরা জেলার পঞ্চম আদর্শ গ্রাম হিসেবে বুধহাটা ইউনিয়নের এই তিনটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি গ্রামে একটি করে কমিটি গঠনের পাশাপাশি একটি মাস্টার কমিটি গঠন করা হবে। স্থানীয়দের সার্বিক সহযোগিতায় অচিরেই এই গ্রামগুলোকে আদর্শ গ্রামে রূপান্তর করা হবে।”

 

বক্তব্যের শেষে তিনি পাইথালী, পদ্ম-বেউলা ও চিলেডাঙ্গা—এই তিনটি গ্রামকে আনুষ্ঠানিকভাবে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনির গর্ব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউনুছ আলী, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হুসাইন, তদন্ত ইন্সপেক্টর আঃ ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল্লাহ ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জাম তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মর্তুজা, জামায়াত নেতা এডভোকেট শহিদুল ইসলাম, মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণ।

Nessun commento trovato


News Card Generator