আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

আশাশুনি প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

 

এস এম তাজুল হাসান সাদ (সাতক্ষীরা)

 

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আশাশুনিতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। শনিবার (৩ মে) বেলা ১১টা ৩০ মিনিটে আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

প্রেসক্লাবের সভাপতি জি এম আল-ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস কে হাসান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দিন, আসলাম লিংকন, হাবিবুল্লাহ বিলালী, জগদীশ চন্দ্র সানা ও মাহবুবুল হক টুটুল প্রমুখ।

 

আলোচনায় বক্তারা বলেন, “সংবাদপত্র হলো জাতির দর্পণ। একটি স্বাধীন গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য।” তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি, একটি স্বাধীন সাংবাদিকতা পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন এবং সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

نظری یافت نشد


News Card Generator