close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আসগর সালেহী ‘আসক ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় সমন্বয়ক নির্বাচিত..

আসগর সালেহী avatar   
আসগর সালেহী
ফটিকছড়ি প্রতিনিধি

বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি: ১০১০৩/৬) মানবাধিকার সংগঠন "আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন"-এর কেন্দ্রীয় কমিটিতে সমন্বয়ক পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নিউজপোর্টাল একুশে সংবাদ ডটকম এবং দৈনিক চট্টগ্রাম পোস্ট এর জেলা প্রতিনিধি সমাজকর্মী, সাংবাদিক, লেখক ও সংগঠক আসগর সালেহী।

 

আসগর সালেহী দীর্ঘদিন ধরে মানবাধিকার, সমাজসেবা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত। এর আগে তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মানব সেবার লক্ষ্যে ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ প্রতিষ্ঠা এবং ভূজপুর ফাউন্ডেশন-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

নির্বাচিত হওয়ার অনুভূতিতে আসগর সালেহী বলেন, “কিশোর বয়স থেকে মানবিক কাজের জন্য এটা আমার সম্মানজনক প্রাপ্তি। এ অর্জনে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি এবং জুলাই বিপ্লবের শহীদ ও আহত বীরদের স্মরণে এ দায়িত্ব উৎসর্গ করছি।"

 

তিনি চেয়ারম্যান জনাব শামসুল আলম, নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও মানবিক ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকার আহ্বান জানান।

لم يتم العثور على تعليقات


News Card Generator