আওয়ামী লীগ সারাদেশকেই কারবালার প্রান্তরে পরিণত করেছিল , মির্জা ফখরুল..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আওয়ামী শাসনকে ইয়াজিদী শাসনের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন—বাংলাদেশকে কারবালায় পরিণত করা হয়েছিল। আশুরার আত্মত্যাগ আজ গণতন্ত্র রক্ষার সংগ্রামে প্রেরণা।..

জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বর্ণাঢ্য ও আবেগঘন বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশকে কারবালার প্রান্তরে পরিণত করেছে। আশুরার শিক্ষা আজও আমাদের জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, ১০ মহররম ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক মর্মস্পর্শী ও গুরুত্বপূর্ণ দিন। এদিন হযরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার কারবালার প্রান্তরে শহীদ হন সত্য ও ন্যায়ের পথে থেকে। এই আত্মত্যাগ আজও বিশ্বব্যাপী নিপীড়িতদের প্রতিরোধ গড়ার শক্তি জোগায়। সেই অনুপ্রেরণায় তিনি আওয়ামী লীগের শাসনকে ইয়াজিদী দমন-পীড়নের সঙ্গে তুলনা করেন।

মির্জা ফখরুল বলেন, আশুরা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, যত বড় মূল্যই কেন দিতে হোক। বাংলাদেশেও আজ সেই সময় চলছে। আওয়ামী লীগ গত দেড় দশক ধরে দেশে একদলীয় স্বৈরাচার কায়েম করেছে। তারা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। নির্বাচনকে তামাশায় পরিণত করেছে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ করে জনগণকে আতঙ্কের মধ্যে রেখে শাসন চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশে গণতন্ত্রের নামে যা চলছে তা আসলে ‘সুশ্রী স্বৈরতন্ত্র’। নিরীহ মানুষকে গুম, খুন, গ্রেপ্তার করা হচ্ছে। বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রেখে তাঁর সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এভাবেই তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

ফখরুল তার বক্তব্যে কারবালার আত্মত্যাগের শিক্ষা তুলে ধরেন। তিনি বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায়ের জন্য সংগ্রামের চিরন্তন প্রতীক। আশুরা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি অন্যায়কে পরাস্ত করার মহাপাঠ। আজ আমাদের সেই শিক্ষাই অনুসরণ করতে হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট আমাদের সংগ্রামী নেতাকর্মীরা নতুন আশুরার অনুপ্রেরণায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। স্বৈরাচার পতনের সেই দিনটি বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক বিজয়ের নতুন সূচনা।

মির্জা ফখরুল দাবি করেন, এই সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়। আশুরার শিক্ষা অনুসরণ করে দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

আশুরার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ১০ মহররম আমাদের ত্যাগ, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সত্যের পথে অটল থাকার শিক্ষা দেয়। এই দিনটি নিপীড়িতদের একতাবদ্ধ করে। বাংলাদেশের জনগণও আজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

বক্তব্যের শেষভাগে তিনি হযরত ইমাম হোসেন (রা.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কারবালার মহিমান্বিত আত্মত্যাগ যুগে যুগে সকল মজলুম ও প্রতিবাদী আত্মার প্রেরণা। আমাদের সংগ্রাম চলবে, যতক্ষণ না সত্য ও ন্যায়ের পতাকা আবার বাংলাদেশের আকাশে উড়ছে।

Geen reacties gevonden