close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আবারও ‘মার্চ টু ঢাকা’: শাহবাগ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
শাহবাগে চলমান অবরোধের মাঝেই নাহিদ ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে বিলম্ব হলে সারাদেশ আবার ঢাকামুখী হবে। তিনি ফেসবুক পোস্টে সরকারের প্রতি দ্রুত সিদ্ধান্তের আহ্বান জানান।..

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত না নিলে আবারও সারা দেশ থেকে রাজধানীর দিকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি শুক্রবার তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তখন রাজধানীর শাহবাগে আওয়ামী লীগবিরোধী চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি তুঙ্গে ছিল।

নাহিদ ইসলাম বলেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। এই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নয়—এটি দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। আমরা আশা করি, দেশের সকল দেশপ্রেমিক শক্তি, দলমত নির্বিশেষে জুলাই মাসে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেবে।”

তিনি আরও বলেন, “ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্লকেড শুরু হয়েছে। যদি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা আবারও সারা বাংলাদেশ থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করব।”

নাহিদ ইসলাম তার পোস্টে আওয়ামী লীগকে “সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারী ও মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন” বলে আখ্যায়িত করে বলেন, “বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে মাঠে নামতে হবে।”

এর আগে ২০২৪ সালে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃত্বে আয়োজিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন শুরু হয়েছিল বলে দাবি করেন নাহিদ ইসলাম। এবারও সেই রকম আন্দোলনের প্রস্তুতির ইঙ্গিত দেন তিনি।

শাহবাগে চলমান আন্দোলনের পাশাপাশি বৃহস্পতিবার দিবাগত রাতে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হন। সেখানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জোরালো বিক্ষোভ শুরু করেন। রাতভর চলা এ বিক্ষোভ শুক্রবার দুপুরেও অব্যাহত ছিল। যমুনার প্রধান ফটকের সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান নেন এবং স্লোগানে মুখরিত করে তোলেন আশপাশের এলাকা।

শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ আরও ঘনীভূত হয়। বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে শত শত বিক্ষোভকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। জনস্রোত, ব্যানার ও স্লোগানে একসময় পুরো শাহবাগ মোড় রূপ নেয় আন্দোলনের এক দৃঢ় কেন্দ্রে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্দোলন ক্রমেই ছড়িয়ে পড়ছে রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরেও। নাহিদ ইসলামের হুঁশিয়ারি ও শাহবাগের বাস্তবতা—উভয় মিলিয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘আওয়ামী লীগ নিষিদ্ধকরণ’ ইস্যু।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীদের একাংশ জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়ছেন না।

এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, দ্রুত সিদ্ধান্ত না এলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি আসবে—আর কেন্দ্রবিন্দু হবে আবারও ঢাকা।

Geen reacties gevonden