close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে '২৫) সকালে শহরের পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি পূর্ব আলোচনা সভা সাতক্ষীরা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ।

 
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. আসাদুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. শামসুর রহমান, মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সিকদার, যুগ্ম সম্পাদক মো. ইয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তপুর আলী, মো. মোসলেম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সংগঠনিক সম্পাদক মো. আব্দুল মুজিদ বাবু, প্রচার সম্পাদক মো. মিয়ারাজ হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল হামিদ বাবু, কোষাধক্ষ্য মো. আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল খায়ের, যোগাযোগ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আহসান হাবীব, নির্বাহী সদস্য মো. আইয়ুব আলী, মো. জাহাঙ্গীর, মো. আব্দুল্লাহ সরদার, মো. আব্দুস সবুর ও মো. জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। 

Tidak ada komentar yang ditemukan