close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আন্তর্জাতিক শ্রমিক দিবসে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে '২৫) সকালে পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এছাহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আবিয়ার হোসেন, প্রচার সম্পাদক হাফিজুল ইসলাম, সাবেক সেক্রেটারী ইউছুফ সরদার, ইমরান হোসেন, আসাদুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভার শেষে সংগঠনের সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

没有找到评论


News Card Generator