ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পটিয়া থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। তার স্থানে চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমাকে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য গত ১ই জুলাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা দীপঙ্কর চাকমাকে থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করলে বাকবিতান্ড শুরু হয় এতে অনেকে আহত হয়েছিল।