close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমতলীতে কেকে ওজনে কম দেওয়ায় 'সফট বাইট'কে ১০ হাজার টাকা অর্থদন্ড। ..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
****


বরগুনা  জেলার আমতলী উপজেলার সনামধন্য পেস্ট্রি কেক ও বেকারি প্রতিষ্ঠান 'সফট বাইট'কে তাদের পেস্ট্রি কেকে ওজনে কম দেওয়ায় ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক মো. ইফতি হাসান ইমরান।
বৃহস্পতিবার সকালে তিনি এই দন্ডাদেশ প্রদান করেন।কোর্টের বেঞ্চসহকারী  আবু বকর সিদ্দিক নিশ্চিত করেন যে, 'সফট বাইট' নামক পেস্ট্রি ও বেকারি প্রতিষ্ঠানটি তাদের ১ পাউন্ডের কেকগুলোতে ৫০ থেকে ১০০ গ্রাম ওজন কম দিচ্ছিলেন। ম্যাজিস্ট্রেট মহোদয় সরেজমিনে সংক্ষিপ্ত পদ্ধতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে কেক মেপে এসব কেকে চাক্ষুষ ওজন কম পান। পরে প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার ফয়সাল মাহমুদকে সাজা প্রদান করেন। প্রতিষ্ঠানটি অর্থদন্ডের টাকা পরিশোধ করেছেন।
 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator