close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আমি তো সেদিন চলেই গিয়েছিলাম , জামায়াত আমির

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
English: After visiting the grave of Shaheed Maulana Abu Saeed in Dakop, Jamaat Amir Dr. Shafiqur Rahman expressed his illness and said he “had already left that day.” Now he is determined to fight ti..

বাংলা: খুলনার দাকোপে শহীদ মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান অসুস্থতার কথা তুলে ধরে বলেন, তিনি “সেদিন” চলে গিয়েছিলেন, এখন ফের জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়াইয়ের দৃঢ় সংকল্প নিয়ে রয়েছেন।

খুলনার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর শহীদ আমির মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তিনি তাঁর নিজের অসুস্থতার কথা উক্তি দিয়ে বলেন, "আমি তো সেদিন চলেই গিয়েছিলাম। কিছু সময়ের জন্য জানি না কোথায় ছিলাম।" এই বক্তব্যে তিনি নিজের মৃত্যুর কাছাকাছি অবস্থার কথা জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকায় শহীদ মাওলানা আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এরপর তিনি স্থানীয় চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা ময়দানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, "আমি তো সেদিন চলেই গিয়েছিলাম। কিছু সময়ের জন্য, জানি না কোথায় ছিলাম। আপনাদের চোখের পানি ও আল্লাহর রহমতে আমি ফেরত পেয়েছি। আমি জীবন শেষ হওয়া পর্যন্ত দিনের পথে লড়তে চাই। আর বিদায় নিতে চাই শহীদ হয়ে।"

তিনি আরও যোগ করেন, "রক্তাক্ত চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, ‘তোর গায়ে রক্তের চাদর কেন?’ তখন আমি বলতে চাই, আল্লাহ তোমার চাইতে আমার জন্য আর বড় সাক্ষী কেউ নেই। তুমি আমার সবচেয়ে বড় সাক্ষী। আমি চাই, হে মাবুদ, বাংলাদেশকে তুমি কোরআনের শাসন দাও।"

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা অনেক শাসন দেখেছি। এগুলো শাসন নয়, ছিল শোষণ। আমরা চাই সৎ শাসক, কোরআনের শাসন।"

তিনি আরও স্মরণ করেন শহীদ মাওলানা আবু সাঈদের ইসলামী আন্দোলনে অবদান এবং ২৪শে ফেব্রুয়ারির আন্দোলনে শহীদ হওয়া তাঁদের সন্তানদের ত্যাগের কথা। বলেন, "তোমার দ্বীন কায়েমের জন্য যত আবু সাঈদ প্রয়োজন, তুমি কবুল করো। জালিম শাসকের আমলে শহীদ হওয়া আমাদের দুই আমিরসহ সকল শহীদদের কবুল করো।"

উত্তরায় সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ডা. শফিকুর রহমান বলেন, "গতকাল এক সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও শিক্ষক ইন্তেকাল করেছেন। ডাক্তাররা বলছেন আরও ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ তাদেরকে সুস্থ করে তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিন।"

দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আকতার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. ওয়াহিদুজ্জামানের পরিচালনায় পথসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও খুলনা অঞ্চলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা এলাকার শহীদ মাওলানা আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। কবর জিয়ারত শেষে বিকেলে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হন।

জানা যায়, ১৯ জুলাই ফরিদপুরের ভাঙ্গার চৌরাস্তা মোড়ে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত।

No comments found