close

লাইক দিন পয়েন্ট জিতুন!

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said in Thakurgaon, “I myself don’t even understand PR. Save the country, don’t create division.” He emphasized unity, peace, and democracy instead of..

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না, দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।” তিনি বলেন, গণভোট ছাড়া নির্বাচন নয়—এ দাবিতে অস্থিরতা নয়, ঐক্য চাই, শান্তি চাই, গণতন্ত্র চাই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।” তিনি অভিযোগ করে বলেন, গণভোট ও পিআর ছাড়া নির্বাচন হবে না—এই দাবি ও আন্দোলনের নামে কেউ যেন দেশের স্থিতিশীলতা নষ্ট না করে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পিআর নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টে গিয়ে হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে, সেগুলো জুলাই সনদে স্বাক্ষরিত হবে। বাকি মতপার্থক্যগুলো গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। আমাদের এখন দরকার শান্তি—নির্বাচনটা দিন, জনগণকে ভোট দিতে দিন, দেশকে স্থিতিশীল হতে দিন।”

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা হিংসার রাজনীতি চাই না, ধর্মের বিভেদ চাই না। হিন্দু-মুসলিমসহ সবাই যেন শান্তিতে, নিরাপদে একসাথে থাকতে পারে, সেটিই বিএনপির লক্ষ্য।”

তিনি জোর দিয়ে বলেন, “ভাগাভাগি ও বিভাজনের রাজনীতি দেশকে অনেক ক্ষতির মুখে ফেলেছে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে জনগণই সরকারের মালিক হবে, ভোটের মাধ্যমে যাকে জনগণ বেছে নেবে, তারাই সরকার গঠন করবে।”

বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচন হবে এমন এক প্রক্রিয়া যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত থাকবে, কেউ ভোট দিতে বাধাগ্রস্ত হবে না। “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এমন এক বাংলাদেশে বিশ্বাস করি যেখানে সকল ধর্মের মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বসবাস করতে পারে।”

ভবিষ্যৎ সরকার গঠনের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি নতুন চাকরি সৃষ্টি করা হবে। বেকারত্ব দূর করতে আমরা বড় পরিসরে কর্মসংস্থান প্রকল্প হাতে নেব। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা অর্থনীতিকে শক্তিশালী করব।”

তিনি আরও বলেন, “এই দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিহিংসা নয়, ভালোবাসা ও উন্নয়নই হোক আমাদের রাজনীতির মূলমন্ত্র।”

সভায় উপস্থিত স্থানীয় নেতারা ও সাধারণ মানুষ মির্জা ফখরুলের বক্তৃতায় বারবার করতালি দেন। তারা বলেন, “দেশে এখন এমন নেতৃত্বের প্রয়োজন, যে বিভেদ নয়, ঐক্যের রাজনীতি করে।”

সভা শেষে মির্জা ফখরুল স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন। তিনি সবাইকে আহ্বান জানান, “দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।”

Ingen kommentarer fundet


News Card Generator