‘আমাকে বলা হয়েছিল একজন শহীদ ভাইকে কাঁধে নিচ্ছি, মনে হচ্ছিল সত্যি গাজার কারও লাশ ধরে আছি'- ১০ বছরের সাদমির..

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
রাজধানীতে অভূতপূর্ব গণজমায়েত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে গণজমায়েতে যোগ দিয়েছেন নারী-শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তবে এই গণজমায়েতে সবার দৃষ্টি কেড়েছে একদল শিশু। তারা কেউ মাথায় ব্য..

 

এভাবেই সাইমুম শিল্পীগোষ্ঠী নামক একটি সাংস্কৃতিক সংগঠনের শিশু শিল্পীরা ‘আহত ফিলিস্তিনি’ সাজে মিছিলে অংশ নিয়েছে । শনিবার (১২ এপ্রিল) দুপুরে শাহবাগ মোড়ে এই ব্যতিক্রমী প্রতিবাদ দেখা যায়।

 

শিশুরা সাদামাটা অভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরে গাজার শিশুদের যন্ত্রণাদায়ক বাস্তবতা। একজন শিশু ‘বাবা’ সেজে কাঁধে করে নিয়ে আসেন নিজের সন্তানের প্রতীকী মরদেহ। এসব দৃশ্য দেখে অনেক পথচারী আবেগে কেঁপে ওঠেন, কেউ কেউ ফেলেছেন চোখের পানি।

সাইমুম শিল্পীগোষ্ঠীর একজন শিল্পী গণমাধ্যমকে বলেন, ‘গাজার শিশুদের দুঃখ-কষ্ট আমরা আমাদের শিশুদের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। তাদের অভিনয়ই আমাদের প্রতিবাদের ভাষা।’

জাকির ইসলাম নামক এক অভিভাবক বলেন, ‘আমার ছেলেটা যখন কফিন হাতে দাঁড়িয়ে ছিল, আমার নিজের হৃদয় ভেঙে গিয়েছিল। তবে আমি মনে করি, এটা একটা জরুরি বার্তা-আমরা চাই বিশ্ব যেন বুঝে গাজার শিশুদের ওপর কী ভয়ঙ্কর অবিচার চলছে।’

 

১০ বছর বয়সী অংশগ্রহণকারী শিশু সাদমির বলে, ‘আমাকে বলা হয়েছিল আমি একজন শহীদ ভাইকে কাঁধে নিচ্ছি। তখন মনে হচ্ছিল আমি সত্যি সত্যি গাজার কারও লাশ ধরে আছি।’

শিশুদের এই প্রতীকী অংশগ্রহণ কর্মসূচিতে উপস্থিত মানুষদের মনে গভীর প্রভাব ফেলে। এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘মিছিলে অনেক স্লোগান শুনি, কিন্তু আজকের এই শিশুরা চুপ থেকেও যে বড় বার্তা দিয়ে গেল- তা ভাষায় প্রকাশ করা কঠিন।’

Ingen kommentarer fundet


News Card Generator