ড. মিজানুর রহমান আজহারি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আসার সময় যে কষ্ট করেছি, যে ত্যাগ শিকার করেছি, এটা আমরা করেছি আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। আমাদের এই জনসমুদ্র ফিলিস্তিনি ভাইদের প্রতি, আল-আকসার প্রতি বাংলাদেশি জনগণের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, আমাদের এই গণজমায়াতের মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দিতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে। গাজার পক্ষে। আমাদের হৃদয়ে বাস করে ফিলিস্তিন। আমাদের হৃদয়ে আছে একেকটি গাজা।
বক্তব্যের শেষে উপস্থিত জনতাকে নিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, আল-কুদস আল-কুদস’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল-আকসা’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, জেনোসাইড নো মোর’ ইত্যাদি স্লোগান দেন মিজানুর রহমান আজহারি।



















