close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

আলফাডাঙ্গায় ধান আনা নিয়ে সংঘর্ষে অগ্নিসংযোগ: ৩ মোটরসাইকেল পুড়িয়ে ছাড়খার..

News Desk  avatar   
News Desk
মোহাম্মাদ ইমরান, জেলা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর বেলবানা গ্রামে পাটক্ষেত দিয়ে ধান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) উপজেলার বানা ইউনিয়নের ওই গ্রামে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চর বেলবানা গ্রামের কৃষক ওবায়দুর শেখ নিজ জমি থেকে কাটা ধান পাটক্ষেতের আইল দিয়ে বাড়িতে নিচ্ছিলেন। এতে প্রতিবেশী চুন্নু মোল্যার পাটক্ষেতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে চুন্নু মোল্যা ও তার চাচাতো ভাই খোকন মোল্যার সঙ্গে ওবায়দুর শেখ ও তার ভাই আকিবুল ইসলামের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে চুন্নু মোল্যা গুরুতর আহত হন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

পরে এ ঘটনার জের ধরে একই দিন দুপুর ২টার দিকে খোকন মোল্যার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল সোনা মিয়ার বাড়ির পাশে রাখা প্রতিপক্ষের তিনটি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্তরা হলেন ওবায়দুর শেখ, তার ভাই আকিবুল শেখ এবং চাচাতো ভাই শফিকুল ইসলাম চঞ্চল।

 

আকিবুল শেখ বলেন, "আমি কিস্তিতে ১ লাখ ৮১ হাজার টাকায় একটি মোটরসাইকেল কিনেছিলাম। সম্প্রতি ৭৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করেছি। অথচ একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার ও আমার ভাইদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।”

 

অন্যদিকে, অভিযুক্ত খোকন মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের কেউ মোটরসাইকেল পুড়ায়নি। কে বা কারা পুড়িয়েছে, আমার জানা নেই। বরং আমার চাচাতো ভাই চুন্নু মোল্যাকে মারধর করে আহত করেছে প্রতিপক্ষ।”

 

আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পুড়ে যাওয়া তিনটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ থানায় আনা হয়েছে। উভয়পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।

No comments found


News Card Generator