close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

আখাউড়ায় ট্রেন চালকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইদুল ইসলাম avatar   
সাইদুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন চালক মো. এনামুল হকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে।..

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ভবনের বাসা থেকে মো. এনামুল হক (৪৮) নামে এক ট্রেন চালকের অর্ধগলিত ও ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার মসজিদ পাড়ার আব্দুল মান্নানের মালিকানাধীন একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত এনামুল হক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বারইপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের আখাউড়া জংশনে সহকারী ট্রেন চালক (সহকারী লোকো মাস্টার) হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক ঐ ভবনে একা ভাড়া থাকতেন। কয়েক দিন ধরে বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে।

 

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন  জানান, ধারণা করা হচ্ছে ৫-৭ দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট না। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

कोई टिप्पणी नहीं मिली