close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
					জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিলের ওপর আজ বুধবার রায় ঘোষণা করবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করে।
এই আপিলে সাজার রায় বাতিল করে খালেদা জিয়াকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে। মামলার বিষয়ে খালেদা জিয়ার প্রধান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার খালেদা জিয়া ও তার পরিবারকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করতেই এই মামলা করেছে। মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত গঠন করে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়। সাজা ঘোষণার পর খালেদা জিয়াকে ২০০ বছরের পুরনো একটি বাড়িতে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতেই তৎকালীন আপিল বিভাগ দ্রুত শুনানির নির্দেশ দেয়। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা। তবে আমরা আইনের শাসনে বিশ্বাসী। আশা করছি, এই মামলার সকল আসামি খালাস পাবেন।”
দেশজুড়ে রাজনৈতিক মহলে এই রায় নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিএনপির নেতাকর্মীরা আদালতের রায় নিয়ে আশাবাদী হলেও অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে মামলা প্রক্রিয়ার সঠিকতার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আজকের রায় শুধু খালেদা জিয়ার ভাগ্য নয়, দেশের রাজনৈতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			